স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা(এসডিজি) বাস্তবায়ন ও বারসিক

বারসিক কৃষিপ্রাণবৈচিত্র্য রক্ষা, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা ও জীবন-জীবিকার উন্নয়নে ২০১৬ সালে ১০ বছর মেয়াদী (২০১৬-২০২৫) কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করে। কৌশলগত পরিকল্পনায় স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ্যমাত্রাকে (এসডিজি) গুরুত্ব দিয়ে বারসিক কৃষিপ্রাণবৈচিত্র্য রক্ষা, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা ও জীবন-জীবিকার উন্নয়নে প্রায়োগিক গবেষণা ও উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নের পরিরকল্পনা নেয়। সম্পদের সীমাবদ্ধতার কারণে, বারসিক কৌশলগত পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে যে প্রকল্প উদ্যোগ গ্রহণ করে তা স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)’র নিম্নোক্ত উল্লেখিত লক্ষ্যমাত্রার সার্বিক বাস্তবায়নে ভূমিকা রাখছে:

লক্ষ্যমাত্রা-২.খাদ্য নিরাপত্তা, পুষ্টির উন্নয়ন ও কৃষির টেকসই উন্নয়ন; 

লক্ষ্যমাত্রা-৩. সকলের জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করা;

লক্ষ্যমাত্রা-৪. সবার জন্য ন্যায্যতাভিত্তিক ও মানসম্পন্ন শিক্ষার সুযোগ নিশ্চিতকরণ;

লক্ষ্যমাত্রা-৫. জেন্ডার সমতা অর্জন এবং সকল নারীর ও মেয়েদের ক্ষমতায়ন;

লক্ষ্যমাত্রা-৬. সকলের জন্য নিরাপদ পানি ও স্যানিটেশনের ব্যবস্থাপনা;

লক্ষ্যমাত্রা-১৩. জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবেলায় তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ;

লক্ষ্যমাত্রা-১৫. স্থলভূমির জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন; মরুকরণ প্রতিরোধ করা এবং জমির ক্ষয়রোধ ও জীববৈচিত্র্যের ক্ষতি কমানো;  এবং

লক্ষ্যমাত্রা-১৬. শান্তিপূর্ণ ও অংশগ্রহণমুলক সমাজ, সকলের জন্য ন্যায়বিচার, সকল স্তরে কার্যকর, জবাবদিহি ও অংশগ্রহণমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা |

পরিকল্পনাসমূহ
সার্বিক পরিকল্পনার অংশ হিসেবে ২০১৬ সালে বারসিক স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষমাত্রা (এসডিজি) সম্পর্কে ধারণা দেয়া ও নতুন প্রজন্মকে বাস্তবায়ন প্রক্রিয়ায় যুক্ত করার জন্য রাজশাহী ও সাতক্ষীরা জেলায় তরুণ/শিক্ষার্থীদের নিয়ে ১০দিনব্যাপী “জলবায়ু পরিবর্তন, আন্তঃনির্ভরশীলতা ও স্থায়িত্বশীল উন্নয়ন” বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। ২টি প্রশিক্ষণ কর্মশালায় ৬০ জন তরুণ অংশগ্রহণ করে। ২০১৭ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত রাজশাহী, সাতক্ষীরা, নেত্রকোনা ও মানিকগঞ্জ জেলায় তরুণ এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে প্রশিক্ষণ কর্মশালা অব্যাহত থাকবে। এছাড়াও সাতক্ষীরা জেলায় তরুণদের উদ্যোগে গঠিত ‘জেলা বৈচিত্র্য রক্ষা টিম” ও বারসিক যৌথভাবে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে “এসডিজি বাস্তবায়নে তরুণসমাজ” বিষয়ক আলোচনা ও প্রচার অভিযান ২০১৮ সাল থেকে শুরু করবে এবং পরবর্তী বছরসমূহেও তা অব্যাহত থাকবে ।

বারসিকের বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহের নিন্মোক্ত কর্মসূচি যা সরাসরি স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষমাত্রা (এসডিজি) অর্জনে ভূমিকা রাখছে। যেমনঃ

Plan SDG